শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :

চৈক্ষ্যং এ নারী সমাবেশ ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন

লামা (বান্দরবান) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আলীকদমের  চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের হলরুমে লামা তথ্য অফিসের উদ্যোগে “নারী সমাবেশ” এবং জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের ভূমিকা নিয়ে নির্মিত ডকুমেন্টারি  “বীর চট্টলা” প্রদর্শনী  অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন এবং  সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর  গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তৃতায় সহকারী তথ্য অফিসার সর্বজনীন পেনশন স্কিম, টাইপয়েড ভ্যাকসিন, জন্ম নিবন্ধন, সরকারের নীতি- আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা,  সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার  এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার তথ্য নিয়ে আলোচনা করেন।
নারী সমাবেশে আরও উপস্থিত ছিলেন চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান, ১নং ওয়ার্ড ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য, ৫ ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ১,২, ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক রইচ উদ্দিনসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর