বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আব্দুস সালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ) এঁর সাথে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এ সময় জেলা আমীর ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি ফাউন্ডেশনের অধীনে গণশিক্ষা কার্যক্রম, মডেল মসজিদ প্রকল্প, যাকাত বিতরণ কার্যক্রম সহ সার্বিক বিষয়ে মানোন্নয়নের পরামর্শ প্রদান করেন। ডিজি এ সময় জেলা আমীরের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎতের সময় জেলা আমীরের সাথে ছিলেন আদ্বীপ মিডিয়া সেন্টারের এমডি মোশতাক আহমেদ।