শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে মিস্টান্ন ভান্ডারে ছাই দিয়ে দই-মিস্টি নষ্ট করেছে দুর্বৃত্তরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে মিস্টান্ন ভান্ডারের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ছাই দিয়ে প্রায় ৩০হাজার টাকার দই-মিস্টি সহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট করেছে দুর্বত্তরা।
বুধবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারের চার মাথায় অবস্থিত বিস্মিল্লাহ মিস্টান্ন ভান্ডারে এই ঘটনা ঘটেছে। এঘটনায়
বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মিস্টান্ন ভান্ডারের মালিক জিয়াদুল ইসলাম জানান, সারা দিন ব্যবসা শেষে প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৯টায় দোকানে তালা দিয়ে বাড়ীতে চলে যাই।
বৃহস্পতিবার ভোরে এসে দেখি দোকানের পিছনের দরজা ভেঙ্গে দূর্বৃত্তরা দোকানে প্রবেশ করে রান্নার চুলা থেকে ছাই নিয়ে দোকানে থাকা দই,মিস্টি,পরোটা তৈরির সরঞ্জমাদিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে ছিটিয়ে দিয়ে নষ্ট করেছে। এতে প্রায় ৩০হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া দোকানের ক্যাশবাক্স থেকে তিন হাজার ৭শত নগদ টাকা এবং দোকানের নতুন এবং পুরাতন চুক্তিনামাপত্র চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনার খবর ছড়িয়ে পরলে একনজর দেখতে উৎসক জনতা ভির করে। জিয়াদুল বলেন পূর্বশত্রুতার জ্বের ধরে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এঘটনায় তিনি বৃহস্পতিবার বিকেলে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাণীনগর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল জব্বার বলেন, এ ঘটনায় জিয়াদুল হক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর