করেছিলেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। যেখানে মূল চরিত্রে অভিনয় কেরছেন ফারহান আখতার। এ ছাড়াও ছিলেন সোনম কাপুর, প্রকাশ রাজ, দিব্যা দত্ত, পবন মালহোত্রাসহ অনেকে। মিলখা সিংহ এবং তার মেয়ে সোনিকার লেখা ‘দ্য রেস অব মাই লাইফ’-এর ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ হয়। কয়েকদিন আগে রাকেশ ওমপ্রকাশ মেহরা তার আত্মজীবনী প্রকাশ করেছেন।
যেখানে তিনি সোনম কাপুরকে নিয়ে এক অজানা তথ্য জানিয়েছেন, যা জেনে হতবাক হওয়ার মতো অবস্থা। আর তা হবেই না কেন! বলিউডের স্টাইল আইকন সোনম কাপুর সিনেমাটির জন্য পারিশ্রমিক নিয়েছেন মাত্র ১১ টাকা। পরিচালক ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সিনেমাটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেন সোনম কাপুর। আর এর জন্য মাত্র ১১ টাকা পারিশ্রমিক নেন নায়িকা।
তিনি আরও বলেন, ‘দিল্লি সিক্স’ সিনেমাটি করতে গিয়ে সোনমের সঙ্গে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে আমার। ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় তার চরিত্রটাও খুব ছোট ছিল। মাত্র ৭ দিন সময় লেগেছিল তার শুটিংয়ের জন্য। আর এতে কাজ করার প্রসঙ্গে তার বক্তব্যটাও খুব সুন্দর ছিল, যা আপনার শুনলেও ভালো লাগবে। সোনম বলেছিলেন, মিলখা সিংহ আমাদের দেশের গর্ব। তাই এতে অভিনয় করতে পেরেই তিনি গর্বিত হবে। আর এজন্য পারিশ্রমিকটা কোনো বড় বিষয় নয়। তবুও পারিশ্রমিকের কথা বলায় টোকেন মানি হিসেবে ১১ টাকা নিয়েছিলেন সোনম।