আজ বুধবার (১১ আগস্ট) সকাল ৭ টার দিকে সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রীজ এলাকায় ট্রাকের চাপায় দীপ (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
জানা গেছে, দীপ (২২) সলঙ্গা অনার্স কলেজের ছাত্র ও থানা সদরের মধ্যপাড়া ভরমোহনী গ্রামের বেষ্ট ভৌমিকের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গোজা ব্রীজের কাছে বাসের জন্য অপেক্ষা করছিল কলেজ ছাত্র দীপ। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
#চলনবিলের আলো / আপন