নগরীর বান্দরোডে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলো নগরীর ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা ও নগরীর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী উজ্জল মাতুব্বর (৩৫)।
তাদের মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে বলে মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম। তিনি জানান, সোমবার দিবাগত রাত একটার দিকে হাসপাতালের সামনে বান্দরোডে একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাতের বৈদ্যুতিক পোষ্টের সাথে ধাক্কা লেগে ওই দুই যুবক গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক তাদের শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষনা করেন।
#চলনবিলের আলো / আপন