ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন আক্তার(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (৪ আগষ্ট ) বিকালে বাড়ির পাশের পুকুর হতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। মৃত ইয়াসমিন আকতার সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের দিনমজুর দেবারুর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইয়াসমিন আক্তার বাড়ির উঠানে একাকী খেলাধুলা করছিল।বিকেলে হাঁস আনতে গিয়ে অকস্মাৎ পা পিছলে পুকুরের পানিতে ডুবে যায় সে।পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন । রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু ওই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
#চলনবিলের আলো / আপন