বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

গণবিরোধী বাজেটের প্রতিবাদে নতুনধারার লাল কার্ড প্রদর্শন ও সমাবেশ সোমবার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২০, ৫:৩২ অপরাহ্ণ

বরাবর
প্রধান বার্তা স¤পাদক, বিটিভি/ বাংলাদেশ বেতার
চীফ রিপোর্টার, বাসস/ ইউএনবি/ বিডি নিউজ/ বাংলা নিউজ/ ফোকাস বাংলা/নতুন বার্তা/ রাইজিং বিডি /ঢাকা টাইমস….প্রধান বার্তা স¤পাদক, এনটিভি/ এটিএন বাংলা/ এটিএন নিউজ/ চ্যানেল আই/ বাংলা ভিশন/ আরটিভি/ বৈশাখী টিভি/ একুশে টিভি/ দেশ টিভি/ মোহনা টিভি/ মাই টিভি/ মাছরাঙ্গা টিভি/ সময় টিভি/ চ্যানেল২৪/ জি-টিভি/ ৭১টিভি/ এসএটিভি/ এশিয়ান টিভি/ বিজয় টিভি/যমুনা টিভি/ইন্ডিপেন্ডেন্ট টিভি/ দীপ্ত/ চ্যানেল ৯/নিউজ২৪/ডিবিসি….
এসাইনমেন্ট এডিটর, এবিসি রেডিও/রেডিও টুডে/রেডিও আমার…
চিফ রিপোর্টার, দৈনিক….
বিষয় : কৃষি-স্বাস্থ্য-শিক্ষা-খাদ্য-বিদ্যুৎ-পরিবহন-নারী-শিশু-শ্রমিক তথা গণবিরোধী বাজেটের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন ও সমাবেশ-এর সংবাদ প্রকাশ ও প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়, সংগ্রামী সালাম ও শুভেচ্ছা।
কৃষি-স্বাস্থ্য-শিক্ষা-খাদ্য-বিদ্যুৎ-পরিবহন-নারী-শিশু-শ্রমিক তথা গণবিরোধী বাজেটের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন ও সমাবেশ আগামী ১৫ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে-সামাজিক দূরত্ব বজায় রেখে এই সমাবেশে সভাপতিত্ব করবেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখবেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা প্রমুখ।
অতএব, উক্ত আয়োজনের সংবাদ প্রকাশ ও প্রচারের লক্ষে আপনার জনপ্রিয় গণমাধ্যমের একজন রিপোর্টার/ ক্যামেরাপার্সন প্রেরণ করলে বাধিত হবো।
বার্তা প্রেরক
 ( লায়ন নীলা চৌধুরী )
সদস্য, মিডিয়া সেল, এনডিবি,  ফোন : ০১৯৭২৭৪০০১৫
গণবিরোধী বাজেটের প্রতিবাদে নতুনধারার লাল কার্ড প্রদর্শন ও সমাবেশ সোমবার
কৃষি-স্বাস্থ্য-শিক্ষা-খাদ্য-বিদ্যুৎ-পরিবহন-নারী-শিশু-শ্রমিক তথা গণবিরোধী বাজেটের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন ও সমাবেশ আগামী ১৫ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে-সামাজিক দূরত্ব বজায় রেখে এই সমাবেশে সভাপতিত্ব করবেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখবেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর