জেলার হিজলা ও উজিরপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রবিবার সন্ধ্যায় হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ইব্রাহিম নামের তিন বছরের এক শিশুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইব্রাহিম ওই এলাকার বাসিন্দা কামাল হোসেনের পুত্র।
একইদিন বিকেলে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের নানা দেলোয়ার ঘরামীর বাড়িতে বেড়াতে আসা চার বছরের আইমান নামের এক শিশু বাড়ির পাশের খালের পানিতে ডুবে মারা গেছে। সে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা মোঃ রাব্বি ইসলামের পুত্র। কয়েকদিন পূর্বে আইমান তার বাবা-মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে।
#চলনবিলের আলো / আপন