স্বামীর বাড়ি থেকে ভ্যানযোগে বাবার বাড়িতে যাওয়ার পথে মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের পাগলারপুল এলাকায়।
নিহত স্কুল শিক্ষিকা তাসমিন আক্তার শিখা (৩৮) উত্তর ভুতেরদিয়া এলাকার শাখাওয়াত হোসেনের স্ত্রী ও ব্রাহ্মনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। গুরুত্বর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর ওইদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
#চলনবিলের আলো / আপন