বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ মোট ৮জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ থেকে আগৈলঝাড়া আসার পথে রাস্তার মোড় ঘোরাতে গিয়ে ইজিবাইক উল্টে গিয়ে একই পরিবারের স্থনীয় শানু সরদারের ছেলে জুয়েল সরদার (১৮), সোহেল সরদার (৩৫), রুবেল সরদার (২৯), রুবেলের স্ত্রী হাওয়া আক্তার (২০), ও সোহেল সরদারের স্ত্রী তাহমিনা বেগম (২৩) আহত হয়।
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাইপাস সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জব্বার বেপারীর ছেলে মিজানুর রহমান, জল্লা গ্রামের দুলাল সরকারের স্ত্রী গীতা রানী সরকার (৭০) ও সেরাল গ্রামের গোলাম রসুলের ছেলে গোলাম মাওলা (৩৪) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
#চলনবিলের আলো / আপন