সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৩৫) নামের মাক্রোচালক নিহত হয়েছে। আজ ভোর ৬ টার দিকে নাটোর-বন পাড়া মহাসড়কের গড়মাটি কদমতোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক চট্রগ্রাম জেলা মিরশরাইল উপজেলার মিসরাই গ্রামে মৃত মখলেসুর রহমানের ছেলে।
বনপাড়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, পাবনা থেকে চট্রগ্রাম গামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো ঢ ১৬-০৬৩৫) নাটোর থেকে পাবনা গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৪৫৪৬) গড়মাটি কদমতোলা পৌছালে মুখোমুখি সংঘর্স হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোচালক নিহত হয়। বনপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মোখলেসুর রহমান বলেন,মাইক্রোবাসটি পাবনার ঈশ্বরদীতে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিলো। মাইক্রোবাস ও ট্রাক আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।