জামালপুরের মেলান্দহ টনকী বাজারে ২০-জুলাই দুপর ২-টায় সড়ক দুর্ঘটনায় নিহত এক অহত দুই । জানাগেছে জামালপুর টু দেওয়ানগঞ্জ মহাসড়কের দুরমুঠ – টনকীবাজারের আলেয়া আজম কলেজ গেটের সন্মুখে সিএনজি যোগে জামালপুরের উদ্দের্শে ৫-জন যাত্রী নিয়ে ধ্রুতগামী সিএনজি ব্রেক ফেল করে বিপরিত থেকে আসা অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী মৃত হোসেন আলীর স্ত্রী জহুরা (৫৫) ঘটনাস্থলে মৃত বরণ করে। অপরদিকে আহত হয়েছে মহিবুরের ছেলে মমিনুর রহমান (৪৮) জয়নাল আবেদীনের ছেলে মো: মহন (২২)। নিহত জহুরার বাড়ী জামালপুর জেলার কেন্দুয়াকালিবাড়ী – মুন্সীপাড়া গ্রামে। অপরদিকে আহত মমিনুরের বাড়ী গাইবান্ধা জেলার – কামারজানী ইউনিয়নের কচুয়া খামার বাড়ী গ্রামে। মহনের বাড়ী জামালপুর জেলার কেন্দুয়াকালিবাড়ীতে। তারা সিএনজি যোগে বাড়ীর উদ্দের্শে যাওয়ার পথে জামালপুর টু দেওয়ানগঞ্জ টনকীবাজারস্থল মহাসড়কে এ সড়ক দুর্ঘটনাঘটে। অপরদিকে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জানাগেছে মহনের নানী শ্বাসুড়ী জহুরা বেগম। অপরদিকে বাদী না হওয়ায় থানায় কোন মামলায় হয়নাই। সড়ক দুর্ঘটনায় থানায় কোন মামলা হয়নাই বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম। সিএনজির ড্রাইভার পালাতক রয়েছে।
#চলনবিলের আলো / আপন