বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।মঙ্গলবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর এলাকার বাইজখোলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার হুসাইন ভুঁইয়া ও কামরুল হাসান। নিহতরা দু’জন সম্পর্কে আপন খালাতো ভাই।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুুবুর রহমান জানান, ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বেসরকারী কোম্পানীর কর্মচারী হুসাইন ভুঁইয়া ও কামরুল হাসান। পথিমধ্যে মহাসড়কের বাটাজোর বাইজখোলা নামকস্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অপরদিকে গত রবিববার আশোকাঠী ব্রিজের উপর পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী এরশাদ বেপারী (৩৮) ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্য রাতে মৃত্যুবরন করেছেন। নিহত এরশাদ গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার সামসুল হক বেপারীর পুত্র। সে গৌরনদী পৌরসভার কর শাখার কর্মচারী ছিলো।
#চলনবিলের আলো / আপন