নিজস্ব প্রতিবেদক:
লামার পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের বমু পানিস্যাবিলের হাফেজিয়া পাড়ায় (৫ নং ওয়ার্ডে) মনছুর আলম এর ভোগদখলীয় জমি দখলে নিতে ১৫০ শতাধিক এসআর ও কলা গাছ কেটে দিল প্রতিপক্ষ মৃত এজার মিয়ার পুত্র আবুল বশরা। গতকাল শুক্রবার (১২ জুন,২০২০ ইং) সকাল ১০ টায় বমু পানিস্যাল ৫ নং ওয়ার্ডের লালারঢ়ুরি নামক স্থানে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, ক্ষতিগ্রস্থ মনজুর আলম বলেন,গত বছর ১৮.০৮.২০১৯ ইং, ক্রয় সূত্রে আপন ভাই মোঃ জাফর আলম বমু বিলছড়ি ইউনিয়নে বন বিভাগের সামাজিক বনায়নের আওতাধীন বমু পানিস্যালবিল রিজার্ভ এলাকার (ক্রমিক নং -৪৪) সৃজিত বাগানের কিছু সমতল অংশ জায়গা ভোগদখলে থাকা জায়গা ক্রয় করি। কিন্তু তার আর্থিক দৈন্যদশা হওয়ায় বেসরকারি ঋণ ও পারিবারিক ভরণ -পোষণ পরিচালানা করিতে এককালীন ১,২০,০০০/ (এক লক্ষ বিশ হাজার টাকা) বর্ণিত জায়গা স্টাম কাগজ মূলে প্রায় ৩০ শতক জায়গা ক্রয় করি। সেই সময় আমার ভোগ দখলে থাকা আগে হতে খাড়ায় থাকা এস আর গাছ।
পরে খামার বাড়ি, কিছু কলাগাছ সৃজন করি। উক্ত জায়গা পার্শ্ববর্তী বন বিভাগের জায়গা সৃজন করে থাকা অনেক জায়গার মালিক মৃত এজাহার মিয়ার পুত্র আবুল বশর আমার জায়গার উপর লোভ পড়ে। সেক্ষেত্রে লোভের মনোভাসনায় ভূমিদশ্য,পরধনলোভী আবুল গংরা-এবারে রমজান মাসে ছোট-বড় প্রায় ৫০টি বড় এস,আর গাছ দলবল নিয়ে কেটে নিয়ে যায়। দ্বিতীয়বারে আবার গতকাল শুক্রবার (১২ জুন) আমাদের সৃজিত বাগানের প্রায় ৫০ টি কলা গাছ কেটে নষ্ট করে দেয় । এতে করে আমার লক্ষাধিক টাকার ক্ষুতিগ্রস্থ হয়। এছাড়াও প্রতিনিয়ত আমাদেরকে হুমকি -দামকি দিচ্ছে তারা।আমি এই রকম অত্যাচারের সুষ্ঠু বিচার চাই। ঘটনার প্রদক্ষদর্শী স্থানীয় প্রতিবেশী আব্দুল বারেক জানান, উক্ত জায়গার পাশে আমার বাড়ি হওয়া ঘটনা আমি সরাসরি দেখেছি। তারা গতকাল প্রভাব খাটিয়ে লোকজন নিয়ে কলা গাছগুলো কেটে সাবাড় করে দেন।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ রমিজ উদ্দীন বলেন, গত বছর আমিসহ অভিযুক্ত আবুল বশরের ছোট ভাই মাওঃ আব্দুর শুক্কুরসহ সাক্ষী হয়ে মনজুর আলমকে উক্ত জায়গা ক্রয় করে দিয়েছিলাম। কিন্তু এই সময়ে এসে গাছপালা কেটে দরিদ্র এই লোকের এত ক্ষতি করা অন্যায় হয়েছে।