ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ব্রিজে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে শফিকুল ইসলাম হাওলাদার (৩৫) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় এরশাদ বেপারী নামের আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত শফিকুল গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার ইউনুস হাওলাদারের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুবুর রহমান জানান, রবিবার সকাল দশটার দিকে কাসেমবাদ থেকে মোটরসাইকেল যোগে গৌরনদী সদরে যাচ্ছিলেন শফিকুল ও এরশাদ। পথিমধ্যে আশোকাঠী ব্রিজের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শফিকুলের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন