আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নগরীর রূপাতলী এলাকায় মামুন মাতুব্বর (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারী চাঁদাবাজ রাব্বী মৃধাকে গ্রেফতার ও র্যাব-৮ এর সদস্যরা রাব্বীর সহযোগী জিসানকে আটক করেছে। শনিবার দুপুরে উভয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান, নিহত মামুন মাতুব্বর ওই এলাকার মাওলানা ভাসানী সড়ক এলাকার ভাড়াটিয়া এবং পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামের বাসিন্দা। দুই সন্তানের জনক মামুনের কাছে দীর্ঘদিন থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলো একই এলাকার রফিকুল ইসলাম মৃধার মাদকাসক্ত পুত্র রাব্বি ও তার সহযোগিরা। শুক্রবার সন্ধ্যায় দাবিকৃত চাঁদার টাকার জন্য রাব্বি ও তার সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে র্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, শুক্রবার মধ্যরাতে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাব্বীর সহযোগী জিসানকে (২৫) ঝালকাঠীর সদর থানার কলেজ মোড় থেকে আটক করেছে।