সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার করোনা পজেটিভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২০, ১:০৫ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার করোনাভাইরাস (কোভিড -১৯) পজেটিভ হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। এতে এ উপজেলায় এই প্রথম একজন ডাক্তার করোনা আক্রান্তের ঘটনা ঘটল। ফলে এউপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল এগারোজন।

সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার অসুস্থ্য হলে গত ৭ জুন তার দেহের নমুনা সংগ্রহ করে রাজশাহী পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। সেই পরীক্ষার ফলাফলের রির্পোট উপজেলা স্বাস্থ্য বিভাগ হাতে পায় ১৩ জুন । সেই রিপোর্টে ওই ডাক্তারের দেহে করোনাভাইরাস পজেটিভ ফলাফল আসে। বর্তমানে তিনি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ্য আছেন। ফলে এপর্যন্ত এ উপজেলায় প্রথম একজন ডাক্তারসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১১জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম বলেন, করোনায় আক্রান্ত ডাক্তারকে প্রতিষ্ঠানিক আইসোলেশনে রাখার সিধান্ত হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ্য আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর