ক্রাইম রিপোর্টার, এম এস শবনম শাহীন:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর কাশিপুর ইউনিয়নের গংগারহাট বাজারে সেপটিক ট্যাংকে পড়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া যুবককে উদ্ধার করতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের কর্মীও আহত হয়েছেন। (শুক্রবার) ১২ জুন,২০২০ইং সকাল ৯ টায় ফুলবাড়ী উপজেলার গংগারহাট বাজার সংলগ্ন প্রভাষক আব্দুল আউয়ালের বাসা-বাড়ীর সেফটিক ট্যাংকের কাজ করতে নেমে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আল আমিন(২৫) ও গংগার হাট বাজার সংলগ্ন আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে মোঃ সুজন মিয়া(৩৫)। এ সময় নাগেশ্বরী ফায়ার সার্ভিসের আবুল হোসেন নামের একজন কর্মীও আহত হয়েছেন।
আহত ফায়ার সার্ভিস কর্মীকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস যাবৎ কুটি চন্দ্রখানা (ডেংরিয়া বাঁশের তল) গ্রামের শামছুল ইসলামের ছেলে রাজ মিস্ত্রি মাইদুল ইসলামের নেতৃত্বে নির্মাণ কাজটি চলতেছে।সেই রাজমিস্ত্রি দলের আল-আমিন ১২ জুন,২০২০ইং শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে সেপটিক ট্যাংকের ভিতর ঢুকে কাঠ খুলতে গিয়ে ট্যাংকের ভিতরে পড়ে যান। তারপর আল-আমিন কে উদ্ধার করতে ট্যাংকের ভিতর রশি নিয়ে ঢুকে পড়েন সুজন মিয়া।
কিন্তু সুজনের রশি ট্যাংকের ভিতরে খুলে পড়ে যাওয়ায় দুজনেই উঠে আসতে ব্যর্থ হন। ফলে স্থানীয়রা নাগেশ্বরীর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের মৃত দেহ উদ্ধার করতে সক্ষম হয়। নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টর অফিসার ইমনের নেতৃত্বে এ উদ্ধার কাজ চালানো হয়। স্টর অফিসার ইমন তাদের মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।