রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
লিবিয়ার রাজধানী ত্রিপলির দক্ষিণ শহর মিজদায় আন্তর্জাতিক মানব পাচার চক্র অভিবাস প্রত্যাশিদেরকে অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এবং ১১ জন বাংলাদেশিকে গুরুতর আহত করে। বিষয়টি বরিশাল র্যাব-৮ এর নজরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি চৌকস দল মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন দিগনগর এলাকা থেকে থেকে মাদারীপুর জেলার রাজৈর থানার পাঠানকান্দি গ্রামের আমির হোসেনের স্ত্রী রাশিদা বেগম (৪২) ও বরিশাল জেলার গৌরনদী থানার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদারীপুরের রাজৈর থানার বেপারীপাড়া গ্রামের শাহাবুদ্দি এর স্ত্রী বুলু বেগম (৩৮) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। আসামী রাশিদা বেগম(৪২) এর স্বামী দীর্ঘদিন যাবৎ লিবিয়ায় অবস্থান করে এবং অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পাচার করে। রাশিদা বেগম ভিকটিমদের নিকটাত্মীয়দের কাছ থেকে টাকা উত্তোলন করে। গ্রেফতারকৃতদের বুধবার মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে, নং-০১, (১০-০৬-২০)।