এস এম সোহাগ রানা তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা তালার উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নে হত দরিদ্রদের জন্য দেওয়া সুশীলনের অর্থ সহয়তা পেলো ইউপি মেম্বারের পুত্র কামরুল।প্রকৃত অসহায়,দরিদ্র পরিবারকে না দিয়ে প্রতারনার মাধ্যমে উক্ত সহায়তা নিয়েছে মেম্বার পুত্র। বিষয়টি নিয়ে এলাকার প্রকৃত অসহায়,হতদরিদ্রদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তথ্য সংগ্রহকালে এলাকাবাসী জানায়, ২ নং নগরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য করিম এর ছেলে কামরুল ইসলাম সুশিলনের দেওয়া,নগত ৩ হাজার টাকা,সাবান,কাপড় কাচা পাউডার,মাক্স ও সহ অসহায়দের জায়গায় নিজের নাম দিয়ে সহায়তা নিয়েছে। সে একজন জনপ্রতিনিধির ছেলে হয়ে অসহায়দের জন্য দেওয়া এই সহায়তা প্রকৃত অসহায়দের না দিয়ে, তালিকায় মেম্বারের ছেলের নাম কিভাবে গেলো সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনসাধারণ।
সোমবার সকাল ১০টায় নগরঘাটা সরকারী বোর্ড স্কুুুলে সুশীলনের দেওয়া এই সহায়তা নিয়েছে কামরুল।মেম্বারের ছেলে নিজেকে অসহায় বানিয়ে, এই অসহায়দের জন্য দেওয়া সহায়তা নিয়েছে। ফাস্টো করিম মেম্বার ৫বছরে অভিজ্ঞতা এলাকায় এ নামে পরিচিত । তিনি ক্ষমতায় আসার পর থেকে এভাবে ছলচাতুরি করে ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন সহয়তা নিয়ে যান। এদের মত মানুষের জন্য এলাকায় দুর্নীতি ও চুরি বেড়ে গেছে। এলাকা সূএে জানায়, কামরুল এলাকার কুখ্যাত চোর।তার বাবা করিম,মেম্বার হওয়ায় চুরি সহ সমাজ বিরোধী কাজ করে।কিছু দিন আগে মোবাইল টাওয়ারের ৫০পিচ চোরাই ব্যাটারী সহ থানা পুলিশের হাতে আটক হয়েছিলো কামরুল। প্রকৃত অসহায়দের কে বঞ্চিত করে মেম্বারের পুত্র কামরুল ইসলাম সহায়তা নেওয়ায় অসহায়দের তালিকা তৈরী নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।