এম এস শবনম শাহীন (ক্রাইম) রিপোর্টার:–
নেত্রকোনায় তরুণীকে ধর্ষণের অভিযোগে উপজাতি যুবক গ্রেফতার ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে কলমাকান্দা থানা পুলিশ রবিবার সকালে রংছাতি ইউনিয়নের বড় মনগড়া এলাকায় অভিযান চালিয়ে সজীব নংমিন (২৫) নামক এক উপজাতি যুবককে গ্রেফতার করেছে। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিম জানান, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের ১৯ বছরের তরুণীটি ঢাকায় একটি বিউটি পার্লারে কাজ করতো। করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ ঘোষনা করায় সেই তরুণীটি গত ২০ মে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরে আসে। বড় মনগড়া গ্রামের নিকুলাস ঘাগ্রা’র ছেলে সজীব নংমিন গত ৩ জুন রাতে সেই তরুণীকে ধর্ষণ করে।
এ ব্যাপারে ধর্ষিত তরুণী বাদী হয়ে সজীব নংমিনকে একমাত্র আসামী করে গত শনিবার রাতে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রবিবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত উপজাতি যুবককে গ্রেফতার করে।এ দিকে তরুনীকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।