রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় এলাকার একটি ভাড়াটিয়া আবাসিক ভবন থেকে রবিবার দুপুরে লাখ টাকা
মূল্যের অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সৈকত গুহ পিকলু এ পলিথিন জব্দ করেন।ইউপি চেয়ারম্যান জানান, এক অসাধু ব্যবসায়ীর অবৈধ পলিথিন মজুদের খবর পেয়ে ইউপি সচিব, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ নিয়ে ওই ভাড়াটিয়া আবাসিক ভবনে তল্লাশী চালিয়ে ১০৩ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।