কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের কামারখন্দে গাছ চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মচারী শরিফুল ইসলাম (২৮) নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কামারখন্দ-বেলকুচি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। উল্লাপাড়ার উপজেলার তেতুলিয়া গ্রামের সাইদুর রহমান খানের ছেলে শরিফুল বলে জানা গেছে ।তিনি গ্রামীণ ব্যাংক রায়দৌলতপুর, কামারখন্দ শাখার পিয়ন হিসেবে কর্মরত ছিলেন ।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার হামিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ থেকে কামারখন্দ উপজেলার বলরামপুরগামী একটি সিএনজি কৃষি কারিগরি কলেজের সামনে পোঁছালে সড়কের পাশে আগে থেকেই বৃষ্টিতে একটি বাবলা গাছের গোড়ার মাটি সরে যায় এতে সামান্য বাতাসেই গাছটি উপড়ে পড়ে সিএনজির উপর। এতে সিএনজিতে থাকা চালক সহ তিন জন আহত হন।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।