টাঙ্গাইলের নাগরপুরে গৌরবময় প্রকাশনার ১১ বছর পার করে একযুগে সাপ্তাহিক চলনবিলের আলো পা রাখছে। দীর্ঘ ১১ বছর পূর্তিতে কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে “দেশ, মাটি ও মানুষের কল্যাণের কথা বলে” এই শ্লোগান নিয়ে বাংলা শুভ নববর্ষে পাঠকের হাতে পৌছায় সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ১ম সংখ্যা। সেই থেকে সূচনা। ১ লা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দে পাঠক প্রিয় চলনবিলের আলো পদার্পন উপলক্ষে সারা দেশের ন্যায় নাগরপুরে কেক কাটার মাধ্যমে পালিত হল। প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান বকুল এর সভাপতিত্বে, নাগরপুর প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় নাগরপুর প্রেসক্লাব কার্যালয় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আমজাদ হোসেন রতন, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া, সাংবাদিক কে এম সেলিম, সাংবাদিক তোফাজ্জল হোসেন তুহিন, সাংবাদিক রবিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময়ে আমজাদ হোসেন রতন বলেন, পত্রিকার সুদক্ষ ও বিচক্ষন সম্পাদনা পর্ষদ সংবাদপত্রটি ইতোমধ্যে সাপ্তাহিক থেকে দৈনিক করার জন্য প্রস্তুতি গ্রহন করেছেন। আশাকরি খুব শিগ্রই সংবাদপত্রটি সাপ্তাহিক থেকে দৈনিকে রুপান্তরিত হবে। ইতিমধ্যেই সংবাদপত্রটি করা হয়েছে অনলাইন ভার্সন ও ই-পেপার। দীর্ঘ এ পথচলায় সংবাদপত্রটি অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম, অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই উৎড়াই পেরিয়ে পাঠকের প্রিয় পত্রিকায় পরিণত হয়ে একযুগে পদার্পণ করছে।
#CBALO/আপন ইসলাম