দেশ,মাটি ও মানুষের কল্যাণে কথা বলে এই স্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহরের হান্ডিয়াল থেকে প্রকাশিত সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। “দেশ, মাটি ও মানুষের কল্যাণের কথা বলে” এই শ্লোগান নিয়ে ইংরেজি ২০১০ সালের ১৪ই এপ্রিল, বাংলা শুভ নববর্ষে এমনই রৌদ্র ঝলমল সোনালী সকালে আশা আকাক্সখার প্রতিচ্ছবি নিয়ে পাঠকের হাতে পৌছায় সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ১ম সংখ্যা। সেই থেকে সূচনা। পত্রিকাটি হাটি হাটি করে এখন একযুগে পদার্পন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিধি মেনে “চলনবিলের আলোর প্রধান কার্যালয়ের অফিসে ১৩ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় চলনবিলের আলোর ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের কেক কাটা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলনবিলের আলোর সম্পাদক ও প্রকাশক জনাব রফিকুল ইসলাম রনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শেখ সালাউদ্দিন ফিরোজ, সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাটমোহর শাখা ও সাধারণ সম্পাদক, চাটমোহর অনলাইন প্রেসক্লাব, মাহমুদ আলী বাবু-সাবেক বার্তা সম্পাদক চলনবিলের আলো ও যুগ্ম সম্পাদক তাড়াশ রিপোর্টাস ইউনিটি, আলহাজ্ব উদ্দিন রনি, চলনবিল প্রতিনিধি বিজয় টিভি, মোঃ নাসির উদ্দীন, পরিচালক পিডিএস হেলথ কেয়ার সেন্টার, কায়সার আহমেদ, অনলাইন নিউজ পোর্টাল- বার্তা সম্পাদক সময় সংবাদ বিডি ডটকম, সাংবাদিক হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার দৈনিক গণকণ্ঠ সহ সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক মামুন হোসেন, সাংবাদিক অপুর্ব কুমার সিং প্রমুখ।
#CBALO/আপন ইসলাম