আগামীকাল বুধবার ১লা বৈশাখে গৌরবময় প্রকাশনার একযুগে পা রাখতে যাচ্ছে “সাপ্তাহিক চলনবিলের আলো ” পত্রিকাটি। দেশ, মাটি ও মানুষের কল্যাণে কথা বলে এই শ্লোগান নিয়ে ইংরেজী ২০১০ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে আশা আকাঙ্খার প্রতিচ্ছবি নিয়ে পাঠকের হাতে পৌছায় “সাপ্তাহিক চলনবিলের আলো “র প্রথম সংখ্যা। তাই ১লা বৈশাখ ১৪২৮ এ পাঠক প্রিয় “সাপ্তাহিক চলন বিলের আলো” পদার্পণ করবে একযুগে। চলনবিল অধ্যুষিত হান্ডিয়াল হতে রফিকুল ইসলাম রনির ঐকান্তিক প্রচেষ্টায় ” সাপ্তাহিক চলন বিলের আলো” পত্রিকাটি দেশের মানুষের কাছে পৌছে দেয়ার এতবড় কঠিন উদ্যোগ যেন সত্যিই বিরল। তাই প্রকাশক ও সম্পাদক শ্রদ্ধেয় রফিকুল ইসলাম রনিকে জানাই অশেষ ধন্যবাদ। পত্রিকার সুদক্ষ ও বিচক্ষণ সম্পাদনা পর্ষদ এই পত্রিকাটি সাপ্তাহিক থেকে দৈনিকে রুপান্তর করবেন এমন দাবী জানাই তাদের। সকল অপশক্তিকে উপেক্ষা করে দৈনিক পত্রিকা হিসেবে মানুষের কাছে পৌছে দিতে পারে এমন আশাবাদ ব্যক্ত করছি। তাই পরিশ্রমী প্রকাশক ও সম্পাদক,বার্তা সম্পাদক সহ সকল কলাকৌশলী,পাঠক,শুভানুধ্যয়ীদের প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাই অভিনন্দন ও ভালোবাসা। সচেতন পাঠক,সুধীজনের ভালোবাসা,রাজনৈতিক নেতৃবৃন্দের সদয় দৃষ্টি,প্রশাসনিক সহযোগীতা আর বিজ্ঞাপন দিয়ে সবাই এগিয়ে আসবেন এমন দাবী রইল সবার প্রতি। —- কে,এম আল আমিন,সলঙ্গা ( সিরাজগঞ্জ) প্রতিনিধি,দৈনিক গণমানুষের আওয়াজ ও সাপ্তাহিক চলনবিলের আলো।
#CBALO/আপন ইসলাম