সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, আহত ৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১ জুন, ২০২০, ৯:৫৪ অপরাহ্ণ

নীলফামারি জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলা সদরে মজিদুল ইসলাম (৩৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো গৃহবধু সহ ৩ জন আহত হয়েছেন।আজ সোমবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইদুল জেলা সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের সহির উদ্দিনের ছেলে ছেলে।
বজ্রপাতে আহতরা হলেন কুন্দপুকুর ইউনিয়নের পাটকামড়ী গ্রামের শ্যামল চৌধুরীর স্ত্রী দীপা(২০) , রামনগর ইউনিয়নের রামনগর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আব্দুল আউয়াল(১৬) ও টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মইনুল ইসলামের ছেলে রুবেল (২২)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় নিহত ও আহতরা বাড়ির বাহিরে কৃষি কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় বজ্র সহ বৃস্টি শুরু হয়। প্রচন্ড বজ্রপাত ঘটলে তারা হতাহত হয়। হাসপাতাল ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের বরাত দিয়ে নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর