আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নিরাপত্তা বেষ্টনী বা গ্রিল না থাকায় জেলার গৌরনদী পৌর সদরের মৌরী ক্লিনিকের দ্বিতীয় তলার বেলকনি থেকে নিচে পরে অলি নামের তিন বছরের এক শিশু মারা গেছে।
নিহত শিশু উজিরপুর উপজেলার মালিকান্দা চৌধুরীরহাট গ্রামের রিয়াজ হোসেনের পুত্র। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, শিশুটির খালা শারীরিক অসুস্থতা নিয়ে ওই ক্লিনিকে ভর্তি রয়েছেন। মায়ের সাথে ওই ক্লিনিকে আসা শিশু অলি রবিবার সন্ধ্যায় সবার অজান্তে ক্লিনিকের দ্বিতীয় তলার বেলকনি থেকে নিচে পরে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।