জামালপুর জেলার মেলান্দহ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৬-মার্চ সকাল ১০-টা থেকে নির্বাচন শুরু হয়ে এক টানা ভোট চলে বিকেল ৪-টা পর্যন্ত। মেলান্দহ প্রেসক্লাব ভবনে নির্বাচন চলে। সাবেক আহবায়ক কমিটি পরিচালনা করেন, আহবায়ক সাংবাদিক কামরুজ্জামান কানু। ১৯-জন সদস্য আলোচনা সাপেক্ষে আাহবায়ক কমিটি বিলুপ্তি করে নির্বাচনের তারিখ সিদ্ধান্ত সাপেক্ষে গত ৬-মার্চ নির্বাচন সম্পন্য হয়। আজম খান সভাপতি নির্বাচিত হয়। আপরদিকে রমজান আলী সাধারন সম্পাদক নির্বাচিত হয়। সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কানু নির্বাচিত হয়। সহ-সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি ডা: জয়নাল আবেদীন আকন্দ।সাধারন সম্পাদক রমজান আলী, যুগ্ন সাধারন সম্পাদক সোলায়মান হোসেন উজ্জল, খোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মফিদুল ইসলাম মধু। অর্থবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মূক্তা। প্রচার সম্পাদক বাকিরুল। সন্মান্মানিত ১৯-সদস্য বিষিষ্ট কমিটি গঠন হয়েছেন। অপরদিকে প্রেসক্লাবের নির্বাচনে উপস্তিত ছিলেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম। এ এস আই আল আমিন প্রমুখ।
CBALO/আপন ইসলাম