খাগড়াছড়ির রামগড় উপজেলায় বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে ফেনী নদীতে পড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।নিহত শিক্ষার্থীর নাম সজিব বাহাদুর শেত্রী।সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।শনিবার সকালে উপজেলার বল্টুরামটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব বাহাদুর শেত্রীবল্টুরাম টিলা এলাকার কর্ণ বাহাদুর শেত্রীর ছেলে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হক জানান,নিহতসজিব এবং তার বন্ধুরা মিলে নদীর পাশের খেলার মাঠে ফুটবল খেলছিলো। খেলার সময় বল নদীতে পড়ে যাওয়ায় সজিব এবং তার ৩বন্ধু মিলে বল আনতে নদীতে নামে।নদীর স্রোতে তারা ৩জন ডুবে গেলে অথৈ নামের এক ব্যাক্তিতাৎক্ষনিক ২জনকে উদ্ধার করতে পারলেও সজিবকে উদ্ধার করতে পারেনি।কিছুক্ষন পর স্থানীয়রাসজীবকে উদ্ধার করে রামগড় স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আব্দুররহিম তাকে মৃত ঘোষনাকরেন।ছেলের মৃত্যুর খবর শুনে নিহতের মা বারবার শোকে মূর্ছা যাচ্ছেন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার এস আই মুজিবুর রহমান জানান,ঘটনাস্থলেপুলিশগিয়েছিলো এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
CBALO/আপন ইসলাম