পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় দাড়িয়ে থাকা করিমনের ৩ যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাত ৪টার দিকে উপজেলার মাধপুর-বেড়া স্থানীয় মহাসড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে রিপনের বাড়ির নিকট। এ ঘটনায় সাঁথিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ।
নিহতরা হলেন, রাঙ্গামাটিয়া গ্রামের আলতাব হোসেনর ছেলে খোকন (৩৫), ছোন্দহ গ্রামের সাঈদ মোল্লার ছেলে রাসেল (৩০) ও নজিমুদ্দিনের ছেলে ধনি প্রামানিক। এবং আহতদের সাঁথিয়া হাপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে করিমনে করে কিছু কৃষি শ্রমিক পিয়াজ বপনের উদ্দেশ্যে সুজানগর বামনদি যেতে নিচ্ছিল। এমন সময় রাঙ্গামাটিয়া রিপনের বাড়ির নিকট করিমন নস্ট হওয়ায় ঠিক করতে নিচ্ছিল চালক। এমন সময় মাধপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে যাওয়ার পথে ওই করিমনকে ধাক্কা দিলে করিমন উল্টে তিন যাত্রী নিহত হয়। এতে আরও ৫ কৃষি শ্রমিক আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।