শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী টুর্নামেন্টে পত্নীতলা উপজেলা ফুটবল একাডেমি ও ফতেপুর ফুটবল একাদশ দল অংশগ্রহণ করে। খেলায় টাইব্রেকারে পত্নীতলা উপজেলা ফুটবল একাডেমি দলকে এক গোলে হারিয়ে ফতেপুর ফুটবল একাদশ দল বিজয়ী হয়। এ ফুটবল টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।

রাণীনগর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আয়েন উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সাবেক অধিনায়ক এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর