টাঙ্গাইলের নাগরপুরে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল রহমানসহ ৪ জনের উপর হামলার ঘটনায় নাগরপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে নাগরপুর প্রেসক্লাব এ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় দৈনিক জনবানী পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়া।
সভায় বক্তাগন দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম-সহ একই পত্রিকার আরো তিন সাংবাদিকের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্য গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। এসময় সাংবাদিক মো. কায়কোবাদ মিয়া, মো. আমজাদ হোসেন রতন, কেএম সেলিম, মো. নজরুল ইসলাম, মাসুদ রানা, রিপন খান রবিন, মো. কবির হোসেন, মো. শাকিব হোসেন, মো. হারুন খান, রিপন কুমার সাহা, জীবন কুমার শীল ও মোস্তাফিজুর রহমান শামিমসহ নাগরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন এলাকায় দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের উপর হামলা চালায় একদল দুবৃত্ত।