ঝালকাঠির রাজাপুরের ইউএনওসহ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন ও তার গাড়ির চালকসহ দু’জন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির আমিরাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছিটকে খাদে পরেছে। তবে দূর্ঘটনার পর রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বারে একাধিক সাংবাদিক চেষ্টা করলেও ফোন বন্ধ করে তথ্য প্রদানে লুকোচুরির আশ্রয় নেয়ায় জনমনে রহস্য সৃষ্টি হয়েছে বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী মো. মাসুম বিল্লাহ জানায়, ভোরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। গাড়িটি বরিশালের দিকে যাচ্ছিল। এতে গাড়ি চালক ও ইউএনও আহত হয়েছেন বলে জানান।
অপরদিকে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসের একটি সুত্র জানায়, চলন্ত গাড়ীটির সামনের একটি চাকা হঠাৎ ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় গাড়ীটি ধুমড়ে মুচরে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়। এ অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুনরায় চলাচল উপোযুগী করতে কয়েক লাখ টাকা ব্যয় হবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
তবে এতো সকালে কর্মস্থল রেখে সরকারী গাড়ী নিয়ে ঝালকাঠি-বরিশাল সড়ক দিয়ে তারা কি কারনে বা কোথায় যাচ্ছিল এবং তারা সরকারী কাজে না ব্যক্তিগত কাজে যাচ্ছিল এ সম্পর্কে আনুষ্ঠানিক কোন তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ না পাওয়ায় নানারকম প্রশ্ন সৃষ্টি হয়েছে।
রাজাপুর সহকারী কমিশনার (ভূমি) অনুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউএনও’র সাথে তিনি কথা বলেছেন। দুর্ঘটনায় তার তেমন কোনো ক্ষতি হয়নি, অল্পের জন্য তারা দু’জনেই রক্ষা পেয়েছেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তবে কি কারনে তিনি রাজাপুর থেকে বরিশাল যাচ্ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তা জানাতে পারেননি।