শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভূয়া মুক্তিযোদ্ধাদের আত্মসমর্পণের আহবান,নইলে দুটি মামলার হুশিয়ারি-কালিগঞ্জে ৯নং সেক্টরের উপ-অধিনায়ক লামা-চকরিয়া সড়কে মর্মান্তিক দূর্ঘটনায় চালক নিহত আটোয়ারীর প্রতিবন্ধী আখতারুল হাসান মানবেতর জীবনযাপন করছে দ্রুত অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আটোয়ারীতে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ঈশ্বরদীতে চাল মিলের বর্জ্য পানিতে ৪৫টি পরিবার অবরুদ্ধ  গোপালপুরে গণসংযোগে শাকিল উজ্জামান: “দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই” সাতক্ষীরায় আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল

সিরাজগঞ্জে “আমার সংবাদ’র” প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটলেন সাংসদ হাবিবে মিল্লাত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
আপডেট সময়: রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাঠক প্রিয় জাতীয় দৈনিক “আমার সংবাদ” র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলম সৈনিক মিডিয়া সেন্টারে কেক কেটে ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উদযাপন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
দৈনিক আমার সংবাদ’র সিরাজগঞ্জ প্রতিনিধি শুভ কুমার ঘোষ’র আয়োজনে, জাগো নিউজের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু’র সঞ্চালনায় ও দৈনিক আজকের জনবাণী এবং দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল হামিদ’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌর আ.লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এস.এম তফিজ উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দোলন চাপা’র সম্পাদক মো. ফজলে খোদা লিটন, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পঞ্চানন্দ সাহা, ভোরের ডাকের নিজস্ব প্রতিবেদক ও প্রবীণ সাংবাদিক মৌলভী মো. নজরুল ইসলাম প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, পেসসক্লাবের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলে খোদা লিটন সহ বক্তারা তাদের বক্তব্যে বলেন, দৈনিক “আমার সংবাদ” বস্তুনিষ্ঠ ও সঠিক সুন্দর সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যেই পাঠক প্রিয়তা অর্জনের মাধ্যমে প্রথম সাড়ির জাতীয় দৈনিক হিসাবে সেরা দশে স্থান করে নিয়েছে। মাত্র ৮টি বছরে একটি পত্রিকা যে মানুষের এতোটা প্রিয় হতে পারে আমার সংবাদ তার উদাহরণ। এসময় তারা পত্রিকা, পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সকল প্রতিনিধি, কলা কৌশলীসহ পত্রিকা সংশ্লিষ্ট সবার উত্তরাত্তর মঙ্গল কামনার পাশাপাশি আগামীর পথচলায় অনুপ্রেরণা প্রদান করেন।
এছাড়াও সিরাজগঞ্জ প্রতিনিধি শুভ কুমার ঘোষ তার শুভেচ্ছা বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অতীতের মতো আগামীতেও পাশে থেকে সবার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি প্রবীণদের নিকট সার্বিক পরামর্শ প্রার্থনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল্লাহ শেখ, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহরিয়ার পারভেজ জিকো, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ পোস্ট এর জেলা প্রতিনিধি এস.এম আব্দুল মানান, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ, পৌর ছাত্রলীগের দপ্তর বিষয়ক উপ-সম্পাদক, সারাবাংলা ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি রানা আহমেদ, সিটিজেন টাইমসের নিজস্ব প্রতিবেদক প্রবীণ সাংবাদিক টি.এম.এ হাসান, সকালের সময়ের জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না সহ গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, এনামুল হক, জুলেখা পারভীন, মাকসুদা খাতুন, মহির উদ্দিন, হৃদয় হাসান, আমার সংবাদ’র জেলা প্রতিনিধির সহধর্মিণী নয়নিকা মহন্ত নিপা সহ সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ সহ সর্ব স্তরের জনসাধারণ। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর