ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ক্রীড়া-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ডেইলী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আবু হানিফ সরকার করোনা মোকাবেলায় সাংবাদিকতায় সম্মাননা পুরষ্কার পেয়েছেন। শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার (এনডিসি) মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মিজানুর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান সহ বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত সম্মাননা পুরষ্কার গ্রহন করেন। করোনা মোকাবেলায় স্থানীয়ভাবে গৃহীত উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ভিডিও ডকুমেন্টশান দাখিল দৈনিক পত্রিকা/সাংবাদিক ক্যাটাগরীতে তাকে এই পুরষ্কার প্রদান করা হয়। সাংবাদিকতায় তাঁর এই সম্মাননা পুরষ্কার কৃতিত্বলাভে নান্দাইল প্রেসক্লাবের পরিবার ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
CBALO/আপন ইসলাম