বাবু,চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুরের ধরইল গ্রামের কৃতি সন্তান খন্দকার দিলীরুজ্জামান। বাংলাদেশ সরকারের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোট ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে বিচারপতি হিসাবে নিয়োগ দেন গত ২৯ মে তাদের মধ্যে তিনি একজন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৩০ মে তাদের শপথ বাক্য পাঠ করান। হরিপুরের ধরইল গ্রামের মরহুম খোন্দকার হাবিবুর রহমান ও মরহুমা নুরজাহান রহমানের সর্বকনিষ্ঠ (ছোট) সন্তান তিনি। তিনি ধরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করে চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করেন।
এরপর খুলনা সরকারী ল্যাবরেটরী স্কুল থেকে এসএসসি পাশ করেন, খুলনা দৌলতপুর কলেজ থেকে এইস এসসি পাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রী লাভ করে ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আইনজীবি হিসাবে যোগদান করেন। আমরা তাঁর জীবনের সর্বাঙ্গীণ কল্যান কামনা করি।