শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভূয়া মুক্তিযোদ্ধাদের আত্মসমর্পণের আহবান,নইলে দুটি মামলার হুশিয়ারি-কালিগঞ্জে ৯নং সেক্টরের উপ-অধিনায়ক লামা-চকরিয়া সড়কে মর্মান্তিক দূর্ঘটনায় চালক নিহত আটোয়ারীর প্রতিবন্ধী আখতারুল হাসান মানবেতর জীবনযাপন করছে দ্রুত অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আটোয়ারীতে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ঈশ্বরদীতে চাল মিলের বর্জ্য পানিতে ৪৫টি পরিবার অবরুদ্ধ  গোপালপুরে গণসংযোগে শাকিল উজ্জামান: “দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই” সাতক্ষীরায় আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল

ঠাকুরগাঁওয়ে এশিয়ান টিভি’র অষ্টম বর্ষপূর্তি উদযাপন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১, ৪:৪০ অপরাহ্ণ

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
“আট পেরিয়ে নয়ে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এশিয়ান টিভি’র অষ্টম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে এশিয়ান টিভি’র অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এসময় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সদর থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) এ কে এম আতিকুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি শারমিন হাসান সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, সংবিধানে সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা হয়েছে। মৌলিক অধিকার হচ্ছে সংবিধানের এমন একটি অংশ যেটি নিশ্চিত করার জন্য সরকার বা রাষ্ট্র বাধ্য এবং সেটি যদি তারা না করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে রাষ্ট্রকে বাধ্য করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাক-স্বাধীনতা ও সংবাদ পত্রের স্বাধীনতাকে মানতেন ও শ্রদ্ধা করতেন এবং  এজন্য তিনি সংবিধানে এ বিষয়টিকে অর্ন্তভূক্ত করেছিলেন। এছাড়াও এসময় উপস্থিত ব্যক্তিবর্গ এশিয়ান টিভি’র ও জেলা প্রতিনিধি শারমিন হাসানের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর