মোঃ উজ্জল হোসাইন, বেড়া (পাবনা) প্রতিনিধি:
বেড়ায় প্রথম অনলাইন নিউজ পোর্টাল বেড়ার আলো নিউজ ২৪.কম নামে অনলাইন পত্রিকার শুভ উদ্ভোধন হলো।গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল ১১টার সময় বেড়া প্রেসক্লাব কার্যলয়ে দৈনিক কালের কান্ঠের আঞ্চলিক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্ভোধন করেন পাবনা-১ আসনের সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ শামসুল হক টুকু । বিশেষ অতিথি ছিলেন বেড়া পৌরসভার মেয়র আলহাজ আব্দুল বাতেন, নাগরিক কমিটি বেড়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ আল মাহমুদ সরকার, নিউজ টুডে বেড়া প্রতিনিধি ডাঃ আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান লাল, বেড়া বিবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ বেড়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কাশেম সরদার।
এছারা উপস্থিত ছিলেন, মতিউর রহমান মজনু, আব্দুল কাদের সবুজ, আব্দুল বাতেন, হেলাল মোল্লা, আমিনুল ইসলাম ডাবলু মোঃ নুর ইসলাম, দৈনিক যায়যায়দিন বেড়া উপজেলা প্রতিনিধি ও বেড়ার আলো নিউজ ২৪.কম, এর নির্বাহী সম্পাদক উজ্জল হোসাইন, দৈনিক প্রতিদিনের সংবাদ পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্না, দৈনিক সকালের খবর বেড়া উপজেলা প্রতিনিধি মোঃ হ্দৃয় হোসেন, দৈনিক নতুন বিশ্ববার্তা বেড়া উপজেরা প্রতিনিধি মুরাদ হোসেন, দৈনিক বাংলা খবর প্রতিদিনের সহ সম্পাদক জিয়াউল হক জিয়া, বাংরাদেশ ডট কমের বেড়া উপলো প্রতিনিধি মোঃ লুৎফর রহমান, বেড়ার আলো নিউজ ২৪.কমের প্রখাশক এম এ রফিকুল ইসলাম, মানবজমনি বেড়া উপলো প্রতিনিধি সাইদুল বকুল পাতু ,সুশিল সমাজ , রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ব্যবসায়িকসহ বিভিন্ শ্রেনিক মানুষ।
বক্তারা বলেন, সংবাদ পত্র হলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পন। আশা করি বেড়ার আলো নিউজ ২৪.কম বস্তুনিষ্ট, নিরপক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি অসহায়,নিপিরিত মানুষের মুখপাত্র হিসেবে কাজ করবে। এসময় ফুলের তোরা দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।
CBALO/আপন ইসলাম