ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় পাগলুতে থাকা যাত্রী সালেহীন ইসলাম (১৬) ও আজগার আলী (৫০) নামক দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০ ঘটিকার দিকে দিনাজপুর-রংপুর হাইওয়ে সড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর মহিলা কলেজের সামনে ঘটনাটি ঘটে। নিহত সালেহীন ইসলাম চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের হানিফ ইসলামের পুত্র ও নিহত আজগার আলী একই এলাকার মন্ডলপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাত প্রায় সাড়ে ১০ ঘটিকায় দিনাজপুরগামী একটি পাগলু গাড়ি দ্রুত গতিতে ট্রাক্টরের সাথে ধাক্কা লাগলে পাগলু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলে দুজনেই নিহত হন। এছাড়া পাগলুতে থাকা বাকী আহত তিন জন যাত্রীকে তৎক্ষনাৎ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম শামসুর নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।