ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি:
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলিগের যুগ্ন সাধারণ সম্পাদকের মোঃ শামসুল হক। গতকাল মঙ্গলবার রুপসী বাজার তার নিজ কার্যলয়ে রাত ৮টার দিকে শত শত ইউনিয়ন বাসি ও সাংবাদিকদের সামনে এ ঘোষনা দেন। এসময় তিনি বলেন,আমি ও আমার পরিবার সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করে আসছি।
আমার বাবা মৃত ওসমান ফকিরও আওয়ামীলীগের জন্য কোন স্বার্থ ছাড়াই সক্রিয় ভাবে কাজ করে গেছেন। আমার বাবার মৃত্যুর পরে আমি মোঃ শামসুল হক ১৯৯৩ সালে অষ্টমনিষা ইউনিয়ন যুবলিগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পান করে থাকি। যুবলিগ থেকে ১৯৯৬ সালে অষ্টমনিষা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকে দ্বায়িত্ব ভার গ্রহন করি, পরে ২০০৪ সাল থেকে এখন পযর্ন্ত অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছি। তিনি বলেন বাবার জীবনদ্ধশায় তিনি সব সময় জনগনের সুখে দুঃখে পাশে ছিলেন, তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমি ও জনগনের সূখে দূঃখে পাশে থাকার চেষ্টা করছি, তা ছাড়া জনগনের দাবির মুখে আজ আমি অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের প্রার্থিতা ঘোষনা করেছি।
নৌকা প্রতিকের মনোনয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগামি নির্বাচনে নেত্রীর নিকট মনোনয়ন চাইবো। আমি বিশ্বাস করি নেত্রী আমাকে মনোয়ন দিবে। আমি জনগনকে সাথে নিয়ে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয় লাভ করে জননেত্রী শেখ হাসিনাকে অষ্টমনিষার এই ইউনিয়ন পরিষদ উপহার দিতে পারবো, এবং আমি নির্বাচিত হলে পাবনা-৩ এর এম,পি ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুরের গণমানুষের নেতা আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের নির্দেশনায় অষ্টমনিষা ইউনিয়নকে একটি ডিজিটাল,আধুনিক পরিষদ হিসেবে গড়ে তোলব। এসময় তিনি আরো বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ আমার প্রানের সংগঠন। আওয়ামীলীগের উজ্জল নক্ষত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মনেপ্রাণে ভালোবাসি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন তবে আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ্ ।
CBALO/আপন ইসলাম