শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

সাংবাদিকদের দাবি, মর্যাদা ও অধিকার রক্ষায় আমৃত্যু কাজ করতে চাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১, ৩:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

সাংবাদিকদের দাবি, মর্যাদা ও অধিকার রক্ষার অান্দোলনে আমৃত্যু কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন বিএমএসএফের কেন্দ্রীয় নবনিবর্বাচিত সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বুধবার সন্ধ্যায় ঝালকাঠি নাগরিক ফোরাম আয়োজিত নাগরিক সংবর্ধণা অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দিয়েছেন।

 

স্থানীয় সানাই কমিউনিটি সেন্ট্রোরে অনুষ্ঠিত সভায় ঝালকাঠি নাগরিক ফোরাম সভাপতি রোটারিয়ান সামসুল হক মনু এতে সভাপতিত্ব করেন। সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমএসএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, জেলা শাখার সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি নাগরিক ফোরাম সহ-সভাপতি আবু সাঈদ খাঁন, আবুবকর সিকদার, সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: জহিরুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক পিনু আকতার নদী, কুদ্দুস মোল্লা, রাজিব রহমান প্রমূখ। ঝালকাঠি নাগিরক ফোরামের যুগ্ম-সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরীর সঞ্চালনায় সাংবাদিক নেতা আহমেদ আবু জাফরের কর্মময় সুস্থ্যজীবন, দীর্ঘায়ূ ও সফলতা কামনা করেন নেতৃবৃন্দ। ঝালকাঠির কৃতি সন্তান, সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও ১৪ দফা দাবি আদায়ের প্রবক্তা আহমেদ আবু জাফর সম্প্রতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটিতে চতুর্থ বারেরমত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

একজন সাহসী সাংবাদিক ও সংগঠক আহমেদ আবু জাফরের নেতৃত্বে ২০১৩ সালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা করে দেশব্যাপী সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সারাদেশে সাড়ে তিনশ শাখা কমিটির মাধ্যমে প্রায় পনের হাজার সাংবাদিক ঐক্যবদ্ধ রয়েছে। দেশের বাইরেও ছয়টি শাখা কমিটি রয়েছে। বক্তারা বলেন, তিনি সাংবাদিকদের স্বার্থে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও জার্নালিস্ট শেল্টার হোম প্রতিষ্ঠা করেছেন। এছাড়া তিনি ২০১০ সালে ঝালকাঠি নাগরিক ফোরাম প্রতিষ্ঠা করে এলাকার উন্নয়ন-সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন। সংবর্ধণাকালে তাঁকে ফুল দিয়ে বরণ শেষে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করেন নাগরিক ফোরাম নেতৃবৃন্দ। জবাবে তিনি কৃতজ্ঞতা জানিয়ে আমৃত্যু সাংবাদিকতা পেশার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। ঝালকাঠি ও বরিশালের শিল্পীরা গান পরিবেশন করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর