লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. আলী হোসেন (ভোরের কাগজ) ও পুনরায় সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম (এসএ টিভি) নির্বাচিত হয়েছেন।
লক্ষ্মীপুর, প্রতিনিধি :
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৯ সদস্যের মধ্যে ১৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া সহ-সভাপতি মো. আবদুন নূর (স্বাধীন সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু (ভোরের ডাক), কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন (সকালের সময়), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাহবুব সৈকত (দৈনিক ভিশন), প্রচার সম্পাদক মামুনুর রশিদ (দৈনিক উপকূল কন্ঠ) ও দুইজন নির্বাহী সদস্য ইব্রাহীম খলিল মঞ্জু (নোয়াখালী সময়) ও অহিদ মিয়া (দৈনিক আজকের সমাবেশ) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোটাভুটি শেষে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, ডা. আব্দুল কাদের বাহার।