রাঙামাটি জেলা প্রতিনিধি :: আজ ২৪ ডিসেম্বর-২০২০ বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটি শহরের রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আজীবন সদস্য ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্মল বড়–য়া মিলনের সভাপতিত্বে অপসাংবাদিকতা রোধকল্পে রাঙামাটি জেলায় কর্মরত নবীন ও প্রবীনদের সমন্বয়ে ৪র্থ বারের মত রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের ২০২১-২০২২ আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের গঠিত নতুন কমিটির সদস্যরা হলেন,
নির্মল বড়–য়া মিলন সভাপতি (দৈনিক গণকষ্ঠ), করুনা মোহন চাকমা সহ-সভাপতি (জাতীয় সাপ্তাহিক রুপসী গাজীপুর), সজিব দেওয়ান সাধারন সম্পাদক (দৈনিক আগামীর সময়), চন্দ্রিকা চাকমা অর্থ সম্পাদক (পাক্ষিক কালের দাবি), জুঁই চাকমা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (সাপ্তাহিক অনাবিল সংবাদ), হালিমা আক্তার সদস্য (জনগণতন্ত্র), জগৎমিত্র চাকমা সদস্য (বিহঙ্গ টিভি) ও নিহারবিন্দু চাকমা সদস্য (সিএইচটি মিডিয়া)।