চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ‘স্বপ্নপক্ষ’র সদস্যরা “ঈদের খুশি ছড়িয়ে পড়ুন সবার ঘরে” শিরোনামে আজ ২৪ মে রবিবার পাবনার চাটমোহর পৌরসদর সহ উপজেলা বিভিন্নস্থানে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করেছে। স্বপ্নপক্ষ’র কর্মীরা পরিবার প্রতি ১টি করে সোনালি জাতের জ্যান্ত মুরগি, ১ কেজি পোলাও এর চাউল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ ও ১ পিস লাইফবয় সাবান বিতরণ করে।
‘স্বপ্নপক্ষ’র পক্ষে সাবরিনা খন্দকার স্পর্শ, মহিউদ্দিন রাজা, সাদমান সাকিব, নাহিদ হাসান ননী, মো: আশিকুর রহমান, জান্নাত আরা জেবা, তানভীর রহমান, সাহরিনা খন্দকার স্পৃহা, খালিদ হাসান বাড়ি বাড়ি গিয়ে ঈদ স্পেশাল খাদ্য সামগ্রী’র প্যাকেট গুলো পৌঁছে দেন। সংগঠনটি সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে ১০টি পরিবারকে ঈদ স্পেশাল খাদ্য সামগ্রী’র প্যাকেট পৌঁছে দিয়েছে।