চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দূর্ভোগে থাকা কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে চাটমোহর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো। অাজ (২৪মে রবিবার) সকাল ৯-১০ টার দিকে পাবনার চাটমোহর উপজেলার পৌরসদর সহ হরিপুর ইউনিয়ন পরিষদের আগশোয়াইল পুরান পাড়া ও ধরইল গ্রামে সামাজিক দুরুত্ব বজায় রেখে উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর নিজশ্ব অর্থায়নে শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর উপহার হিসাবে চাল,ডাল,চিনি,সেমাই, খেজুর,সাবান, শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। খাবার উপহার সামগ্রী বিতরন কালে আ’লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন। সাখো বলেন,নিজে সুস্হ থাকুন অপরকে সুস্হ থাকতে সহায়তা করুন।এই দুর্যোগে যাদের আয় রোজগার বন্ধ রয়েছে এই সকল মানুষের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই সামান্য উদ্যোগ।