চলনবিলের আলো অনলাইন:
পাবনার ফরিদপুরে আজ শনিবার ইসলামী সমাজ সংস্কার সংস্থার ত্রাণ বিতরণ করেছেন ইসলামী সমাজ সংস্কার সংস্থার ফরিদপুর উপজেলা সভাপতি মোঃ রেজাউল করিম ও সেক্রেটারী মোছা:রাজিয়া সুলতানা।
জানাযায়,প্রায় ৪০ বছর পূর্বে কুষ্টিয়া কাটাইখানা মোড়ে সর্ব প্রথম সংগঠন ইসলামী সমাজ সংস্কার সংস্থা প্রতিষ্টিত হয়।
আর এ প্রতিষ্টানের লক্ষ ও উদ্দেশ্য অসহায় মানুষকে সেবা দান ও ইসলামের পথে আনা।
উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম রঞ্জু,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক 4 নং ওয়ার্ড মোহাম্মদ নাজিম উদ্দিন,সংস্থাটির সদস্য আব্দুল মান্নান,সদস্য সোহেল রানাসহ প্রমূখ।
এদিন সর্বমোট ১০০ জনকে ত্রাণ বিতরণ করেন এবং ফরিদপুর উপজেলার ২১ টি কেন্দ্রে প্রায় ৫০০ জনকে ত্রাণ বিতরণ করেছেন।
এ ত্রানের মধ্যে ছিল চিনি এক কেজি, আটা দুই কেজি,লাচ্চা সেমাই এক কেজি ও তেল এক লিটার।
সার্বিক প্ররিচালনা করেন ইসলামী সমাজ সংস্কার সংস্থার ফরিদপুর উপজেলা সভাপতি ও উপসহকারী প্রকৌশলী (অবসর) এলজিইডি মোঃ রেজাউল করিম।