মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির পুনর্মিলনী আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।ঝিনাইদহ জেলা শহরের অন্যতম বিনোদন স্পট জোহান ড্রিম ভ্যালি পার্ক ও রিসোর্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান আয়োজন উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শুক্রবার ইউনিটির অস্থায়ী কার্যালয়ে উক্তসভা অনুষ্ঠিত হয়। সভায় পুনর্মিলনীর এ সময়সূচি চুড়ন্ত করা হয়েছে। সভায় পুনর্মিলনী সফল ও অংশগ্রহনমূলক করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠনের পাশাপাশি গৃহিত সিদ্ধান্তের মধ্যে রয়েছে- পরিচিতিপর্ব, স্মৃতিচারণ, খেলা-ধুলা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্ন ভোজ সহ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান।
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ সামাদের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বদিরুজ্জামান (এ্যাপো), সংগঠনের সাধারাণ সম্পাদক এবং বিজয় টিভি কালীগঞ্জ প্রতিনিধি আহসান কবির। তথ্যচিত্র খুলনা বিভাগীয় সাংবাদিক অপু কামাল, সাংগঠনিক সম্পাদক এবং ডেইলি ফাইন্যালশিয়াল পোষ্ট ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফিরোজ আহম্মেদ,সহ-সভাপতি চ্যানেল এস টিভি’র জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল,দৈনিক নবচিত্র ঝিনাইদহ প্রতিনিধি রবিউল ইসলাম,দৈনিক সময়ের দিগন্ত জেলা প্রতিনিধি সালাম হোসেন,দৈনিক তথ্য অনুসন্ধান প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহ বাশার,সমাচার দর্পন প্রতিনিধি হুমায়ন কবীর সুজন,আশরাফুল ইসলাম আক্তারুজ্জামন আক্তার,জাহাঙ্গীর আলম,দৈনিক বিজয় বাংলাদেশ ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তারেক প্রমূখ।
CBALO/আপন ইসলাম