মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
যশোর অভয়নগর উপজেলার ৪নং পায়রা ইউনিয়নের পূর্ব বারান্দী পাড়ায় ভিটে ছাড়া করতে ৭০ বছরের বৃদ্ধার ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সরেজমিনে জানা যায়, ১৭ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে বারান্দী পূর্বপাড়ার মৃত রাজ্জাক শেখের স্ত্রী, বেবি বেগম (৭০)-র এক ভিক্ষুকের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বেবি বেগম স্বামীর মৃত্যুর পর থেকে জীবিকার তাগিদে সে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াতেন। তারা জানান, সে যে জায়গাতে বসবাস করতেন জায়গাটি তার নিজের নয়।
এদিকে ভুক্তভোগী বেবি বেগমের ভাই বাবর আলী জানান, তার বোন বেবি বেগম কে, উচ্ছেদের জন্য জমির মালিক-পক্ষ বিভিন্নভাবে অমানবিক নির্যাতন করে আসছিলেন, বেবির ভাই বাবর আলী আরও বলেন, গত কয়েকদিন যাবত আমার বৃদ্ধা ভিক্ষুক বোনকে ওই ভিটে ও ঘর ছাড়া করতে একের পর এক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়, সেই সাথে ঘরে আগুনে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাবর আলী বলেন, গতকাল রাতে তারই পরিপেক্ষিতে তার (ভিক্ষুক বেবির) ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিনি আরও জানান, এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ’র কাছে সঠিক বিচার চাইতে গেলে, বাবর আলী ও তার বোন বেবিকে অভয়নগর থানায় পাঠিয়ে দেন।
পরে হামিদ ময়রার ছেলে, পারভেজ ময়রা। মজিদ বাজের ছেলে, রবি বাজ। আমিন বয়াতির ছেলে, জাকির সহ অজ্ঞাত আরও ৭জনকে আসামি করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে থানার (ওসি তদন্ত ) মিলন মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টির তদন্তের দায়িত্বে রয়েছেন এস আই জয়নাল, এবিষয়ে এস আই জয়নালের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
CBALO/আপন ইসলাম